আমরা ক্ষেত্রফল পরিমাপ করার জন্য বিভিন্ন ধরনের এককগুলি ব্যবহার করে থাকি। এগুলোর মধ্যে হাত বর্গগজ বর্গফুট শতক একর বিঘা ইত্যাদি। আমরা আমাদের বিভিন্ন ধরনের স্থাপনা বাড়িঘর অথবা জমিজমা বিভিন্ন কারণেই পরিমাপ করে নিতে হয়। যেমন ধরুন আমরা যখন একটা নতুন বাড়ি তৈরি করবো তাহলে আমাদেরকে অবশ্যই সেই বাড়ির নকশা অনুযায়ী বিভিন্ন দিক পরিমাপ করে নিতে হয়।
তবে এই সকল জমির ভূমির পরিমাপ করার সময় ক্ষেত্রফলের একক বিভিন্ন হতে পারে যেমন কখনো আমরা শতক হিসাব করি অথবা বর্গ হাত বর্গ গজ ইত্যাদি হিসাব করে থাকি। এক সময় আমরা দেশীয় রীতিতে বা দেশীয় পদ্ধতিতে পরিমাপের সবগুলি করতাম কিন্তু পরবর্তীতে আন্তর্জাতিক সমস্যা সৃষ্টি হওয়ার কারণে আমরা আন্তর্জাতিক যে সকল রীতিতে পরিমাপ করা হয় সেই সকল আমরা ব্যবহার করে থাকি। আমরা বর্তমানে শতক ডেসিমাল ইত্যাদি এককে ভূমির পরিমাপ করে থাকি।
কিন্তু কোন এক সময় ছিল যখন আমরা কাঠা বিঘা এছাড়াও হাত বর্গফিত ইত্যাদি হিসাব করে থাকি। আমাদের জীবনের চলার পথে অনেক বাধা বিপত্তি আসে। যে সকল বাধা বিপদ থেকে ডেঙ্গিয়ে আমাদের অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর তাই আমাদের জীবনে অবশ্যই হিসাব নিকাশ করছে সামনের দিকে এগোতে হবে। কিন্তু এ সকল হিসেব নিকাশ যে এমনি এমনি হয় তা অবশ্যই নয়।
জমিজমা পরিমাপ করার জন্য যেমন জমির জমার হিসাবের সম্পর্ক গুলোই আমাদের জানতে হয়। আবার অন্যান্য পরিমাপ করার জন্য যেমন ওজন পরিমাপ করার জন্য ওজনের একক গুলি আমাদের জেনে নিতে হয়। এই কারণে আমাদের সব সময় উচিত যে সকল কিছু সম্পর্কে আমাদের যদি প্রাথমিক ধারণা থাকে তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো অনায়াসেই। আমাদের সমাজের আশেপাশের বিভিন্ন সময় দেখি জমি জমা মাপ যোখ করতে।
একই জমি বহুবার মাপ জব করতে দেখা গিয়েছে। সকলের একটি কারণ সেটি হলো আমরা এই জমি জমার মাপচক সম্পর্কে তেমন কিছু বুঝে উঠতে পারি না। কারণ আমাদের কোন ধারণা নেই আর এই ধারণা না থাকার কারণেই অন্যান্য লোকগুলো সুযোগ নেয়। এবং আমাদের পার্শ্ববর্তী জমির মালিকের সাথে অথবা প্রতিবেশীদের সাথে এবং ভাগভাগী আত্মীয়-স্বজন এদের সঙ্গে অবশ্যই এই জমি তোমার বিষয়গুলি নিয়ে মনোমালিন্যের সৃষ্টি হয়।
কিন্তু আমরা সকলেই যদি জমিজমার এই মাপক এবং পরিমাপের এককগুলি সম্পর্কে সঠিক ধারণা থাকতো তাহলে আমাদের মধ্যে এই বিভেদ সৃষ্টি হতো না। হিসাবগুলো না জানার কারণে এবং সম্পর্কের এককগুলি অর্থাৎ জমিজ বা ক্ষেত্রে ফল পরিমাপের এককগুলি সম্পর্ক সম্পর্কে আমাদের সঠিক ধারণা না থাকার কারণেই এই বিষয়গুলি ঘটে থাকে। এই কারণে আমাদের উচিত হবে যে এই সকল বিষয়গুলি যদি আমাদের জীবনে আর যেন না ঘটে।
আর যেন না ঘটে এ সকল কারণগুলি তবে আমাদেরকে অবশ্যই জমিজমার পরিমাপের হিসাবগুলি বুঝে নিতে হবে। আর যদি বেঁচে না নেই তাহলে বারবার ঘটতে থাকবে। তাই আপনি যদি জমি জমার বিষয়গুলি সঠিকভাবে জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই ওয়েবসাইটটি ভিজিট করবেন। আমাদের এই ওয়েবসাইটটি তে জমে জমা সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের অবগত করার জন্য সকল বিষয় উপস্থাপন করা আছে।
এগুলোর মধ্যে আপনার যে জিনিসটি প্রয়োজন সে জিনিস অবশ্যই আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন। তাই আপনারা যদি ইচ্ছা করেন যে এই জমি জমার যেকোনো বিষয়ে সংক্রান্ত জেনে নিব তাহলে আমাদের ওয়েবসাইটটিতে আসতে পারবেন। আজকে আমরা আমাদের এই হিসাব-নিকাশের বিষয়গুলি এখন আমাদের এখান থেকে দেখে নেব। তাহলে চলুন দেখা যাক আজকে সর্বপ্রথম জমিজমার হিসেবে সম্পর্ক গুলি দেখতে থাকি। পূর্বে যেহেতু আমরা হাত ব্যবহার করে জমিজমা মেপে এসেছি তাই আজকে আমরা এই পূর্বের হাত এককে সাথে বর্তমানের শতক এককের সম্পর্কটি দেখবো। অর্থাৎ এক শতক সমান কত হাত এই বিষয়গুলি আমরা এখন দেখব।
এক শতাংশ সমান এক শত তিরানব্বই দশমিক ছয় বর্গহাত। গাণিতিক বাক্যে রূপান্তর, ১ শতাংশ = ১৯৩.৬ বর্গহাত l