অর্থনীতিতে একটি শব্দ রয়েছে খাজনা। খাজনা শব্দটি অত্যন্ত গুরুত্বের সাথে আলোচিত হয়ে আসছে অর্থনীতিতে। কাজ না বলতে সাধারণত মূলধনীয় দ্রব্য সামগ্রী যেমন ভূমি কলকাতা যন্ত্রপাতি বাড়ি ইত্যাদি ব্যবহার করার জন্য তাদের মালিক কে প্রদত্ত অর্থ। ভূমি ব্যবহার করার জন্য মালিককে যে অর্থ প্রদান করা হয় তাকে খাজনা বলা হয়ে থাকে। তবে অর্থনীতিতে ভূমি বলতে শুধুমাত্র মাটিতেই বোঝায় না। বরং সমস্ত প্রাকৃতিক সম্পদকেই ভূমি বলা হয় যার যোগান সীমাবদ্ধ। এই সীমাবদ্ধ যোগান বিশিষ্ট প্রাকৃতিক সম্পদ হতে সম্পদের মালিককে যে অর্থ পায় তাই হল খাজনা।
তবে এই খাজনা সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে এর সংজ্ঞা প্রদান করেছেন বা একে বিভিন্নভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। এদের মধ্যে থেকে অধ্যাপক মার্শাল যে কথাটি বলেছেন তা হল ভূমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ সম্পদের মালিকানা হতে যে আয় হয় তাকে খাজনা বলা হয়ে থাকে। আবার অর্থনীতিবিদ ডেভিড রিকার্ড এর মতে, “ভূমির আদি ও অবিনশ্বর ক্ষমতা ব্যবহারের জন্য উৎপাদনের যে অংশ ভূমির মালিককে প্রদান করা হয় তাকে খাজনা বলে।” কিন্তু বর্তমানে ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মতে ভূমির ব্যবহারের মূল্যই হল খাজনা। এই সকল অর্থনীতিবিদ মনে করতেন শুধুমাত্র ভূমির ক্ষেত্রেই খাজনা প্রযোজ্য। অর্থাৎ ভূমি হতে যে উদ্বৃত্ত আসে তাই খাজনা।
তবে অর্থনীতিতে আরেকটি খাজনার কথা বলা হয়েছে, সেটি হল ‘নিম’ খাজনা। তবে সম্পূর্ণ স্থিতিস্থাপক বৈশিষ্ট্যের কারণে ভুমি হতে যে অতিরিক্ত আয় পাওয়া যায় তাকে অর্থনীতিতে খাজনা বলা হয়। অপরপক্ষে স্বল্পকালের চাহিদা বাড়ার ফলে মানুষের তৈরি উৎপাদন হতে যে অতিরিক্ত আয় পাওয়া যায় তাকে নিম খাজনা বলে। অর্থাৎ মানুষের যেকোনো সময় যে কোন বিষয়ে অবশ্যই চাহিদা বাড়তে পারে আর যে এই চাহিদা বাড়ার ফলে অতিরিক্ত বিভিন্ন আয় পাওয়া যায় এ সেই আয় কে নিম খাজনার মধ্যে ধরা হতে পারে।
তাই আমরা এখানে খাজনা এবং নিম খাজনার মধ্যে কিছু পার্থক্য রয়েছে সেই পার্থক্যগুলি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন আমরা এখন খাজনা এবং নিম খাজনার মধ্যে যে পার্থক্য গুলি পরিলক্ষিত হতে পারে বা পরিলক্ষিত আমাদের মধ্যে হয় সেই পার্থক্যগুলি দেখার চেষ্টা করি।খাজনা ও নিম খাজনা উভয় প্রকার কাজ নাই উৎপাদনের যোগানের অস্থিতিস্থাপকতা থেকে সৃষ্টি হলেও ধারণা দুটির মধ্যে নিম্নলিখিত পার্থক্য গুলি আমরা করতে পারি।
সূত্রঃ খাজনা TR – TC বা, খাজনা AR -AC
অপরদিকে, নিম খাজনা TR – TVC বা, নিম খাজনা AR -AVC. বিভিন্ন প্রকারের উৎস এবং ভূমি বা অন্যান্য প্রাকৃতিক সম্পদই খাজনার উৎস হয়ে থাকে। অপরদিকে মনুষ্য সৃষ্ট যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জামি নিম খাজনার উৎস হয়ে থাকে। স্থিতিস্থাপকতা ভূমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের যোগান চিরকাল অস্থিতিস্থাপক কিন্তু পক্ষান্তরে মনুষ্য সৃষ্ট যন্ত্রপাতির যোগান স্বল্পকালের অস্থিতিস্থাপক কিন্তু দীর্ঘকালে স্থিতিস্থাপক। পূর্ণাঙ্গ বনাম অপূর্ণাঙ্গ বিশুদ্ধ খাজনা একটি পূর্ণাঙ্গ ধারণা এবং নিম খাজনা একটি অপূর্ণাঙ্গ ধারণা। আবার খাজনা হল খরচের উদ্বৃত্ত বা উদ্বৃত্ত আয় বলা হয়ে থাকে। পরিবর্তনশীল ভাইয়ের প্রেক্ষিতে নিম খাজনা দীর্ঘকালের উৎপাদন খরচ এর অংশ হয়।
দীর্ঘকালের বনাম স্বল্পকালে ও খাজনা ধারনাটি স্বল্পকাল ও দীর্ঘকাল উভয় সময়ের জন্যই প্রযোজ্য হয় অপরপক্ষে আবার নিম খাজনা ধারণাটি শুধুমাত্র স্বল্পকালীন ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। এতক্ষণ আমরা যে ধরনের বক্তব্য বা কথাবার্তা আপনাদের সামনে তুলে ধরলাম এগুলি সবই হলো খাজনা এবং নিম খাজনার মধ্যে পার্থক্য। তাই আপনারা খাজনা এবং নিম খাজনা সম্পর্কে বিস্তারিতভাবে দেখে নিলেন যে এদের পার্থক্যগুলি কি ধরনের হয় বা কি ধরনের হতে পারে। তাই এ সকল সকল বিষয়গুলি আপনাদের জানার জন্য আপনারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে আমাদের পাশে থাকলে আপনারা এ সংক্রান্ত সকল ধরনের বিষয়গুলি পেতে পারেন অতি সহজেই।