আমরা ক্ষেত্রফল পরিমাপ করার জন্য যে এককগুলি ব্যবহার করি সেই একক গুলি হল বর্গমিটার বর্গ সেন্টিমিটার হেক্টর এয়র এইগুলি। আমরা জমিজমার ক্ষেত্রফল পরিমাপ করার জন্য অবশ্যই নিকটস্থ সার্ভেয়ারকে ডেকে নিয়ে আসি। এবং সে সার্ভেয়ার জমির যে পরিমাপ করে দিয়ে যায় সেটি আমরা গ্রহণ করি। কারণ আমরা জমিজমার পরিমাপ সম্পর্কে তেমন কিছু বুঝিনা।
আর এই জমিতে মোর বিষয়টি পরিমাপ না বোঝার কারণে আমাদের পার্শ্ববর্তী এলাকার বা জমির পার্শবর্তী মালিকের সঙ্গে সব সময় কম বেশি ঝগড়া-বিবাদ ভাষায় ইত্যাদি লেগেই থাকে। সেই ঝড়কা বিবাদ প্রসাদ ইত্যাদি যাতে আমাদের না হয় তাহলে আমাদের জমিজমা সংক্রান্ত বিষয়গুলি ভালোভাবে বুঝে নিতে হবে। প্রাচীনকাল থেকে এরকম চলে আসছে যে বেশিরভাগ মানুষ জমিজমা সংক্রান্ত বিষয় গুলি কিছুই বোঝে না। পরবর্তী প্রজন্ম আস্তে আস্তে এরকমই হয়ে ওঠে এইভাবে চলে আসছে দীর্ঘদিন। কিন্তু বর্তমানে অবশ্যই আমাদের এই বিষয়গুলি থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে।
আমাদের সকল কিছু বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে। কারণ আমাদের সবারই কিছু পরিমাণ হলেও জমি জমা রয়েছে। এবং সেই জমে জমার বিষয়গুলি সম্পর্কে যদি না জানি তাহলে সেই জমিটুকু ঠিক মতো ধরে রাখতে পারব না। কারণ আমাদের সমাজে ধরনধর ব্যক্তিদের অভাব নাই। এবং আরো রয়েছে ভূমি দস্যু। ভূমি দস্যুদের হাত থেকে কিছুই রেহায় পায়না। তাই আপনারা যদি নিজেরা সতর্ক না থাকেন এবং জমিজমা সংক্রান্ত বিষয়গুলি যদি না বোঝেন তাহলে অনেক বিপদ আসতে পারে সামনে।
আজকে যারা আমাদের এই পোস্টে এসেছেন এক হেক্টর সমান কত এয়র এই বিষয়টি জানতে তারা অবশ্যই আমাদের এখান থেকে আজকে জেনে যাবেন। এছাড়াও যদি আপনারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করেন তাহলে অবশ্যই জমে জমা অন্যান্য বিষয়ে সম্পর্কে আমাদের এখান থেকেই জেনে নিতে পারবেন অতি সহজেই। কারন আমরা আমাদের এই ওয়েবসাইটে জমিজমা সংক্রান্ত সকল বিষয়গুলি প্রকাশ করে থাকি। কারণ হচ্ছে যে আমরা আমাদের বর্তমান সমাজের বিষয়গুলি পরিলক্ষিত করে দেখতে পাই যে বেশিরভাগ গন্ডগোল ফ্যাসাদ বিবাদগুলি শুধুমাত্র এই জমিজমা সংক্রান্ত। তাই আপনারা যারা জমিজমা সংক্রান্ত বিষয়গুলি না বুঝবেন তারা অবশ্যই আমাদের ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে দেখে আসবেন।
আমরা আশা রাখি সেখান থেকে আপনি অবশ্যই আপনার বিষয়গুলি বুঝে নিতে পারবেন। বর্তমান সকল বিষয়গুলি ডিজিটাল প্রযুক্তিতেই হয়ে থাকে। তাই আমাদের উচিত হবে যে ডিজিটাল প্রযুক্তিতে যেভাবে কাজগুলো করা যায় সেই ডিজিটাল প্রযুক্তি গুলো শিখে নেওয়া। আমরা আমাদের ওয়েবসাইটে সে সকল বিষয় সম্পর্কে ধারণা দেওয়া রয়েছে। এ কারণে আপনি যদি পূর্বে নাও বুঝে থাকেন বা ওই সকল কাজ গুলি নাও করে থাকেন আমাদের ওয়েবসাইটে সেই দেওয়া লিঙ্ক অনুযায়ী বিষয় বলি পড়ে অবশ্যই শিখে যাবেন বলেই আমরা আশা করি।
তাহলে আপনাকে আর আপনার সম্পত্তি রক্ষার জন্য তেমন কোন চিন্তা করতে হবে না।আপনি আপনার ফোন থেকে বা স্মার্ট ফোন থেকে দেখে নিতে পারবেন আপনার সকল জমিজমার কাগজপত্রের অবস্থা সম্পর্কে। এছাড়াও আপনারা কিভাবে নাম জারি করবেন অথবা আপনার অনলাইনে খাজনার বিষয়গুলিও আমরা যথাযথভাবে দিয়ে দিয়েছি। এই বিষয়গুলি আপনারা দেখে নিলে অবশ্যই আপনারা উপকৃত হবেন বলেই আশা রাখি।
তাই আপনারা আর অন্য কোন কিছু না ভেবে অবশ্যই একবারের জন্য হলেও আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে সেই সকল বিষয়গুলি দেখবেন এবং পড়ে বুঝবেন বলেই আশা করি। তো যাই হোক আপনারা আমাদের এখানে আজকে যে এক হেক্টর সমান কত এবার বিষয়টি দেখতে এসেছেন অবশ্যই এখন দেখে নিতে পারেন। কারণ জমিজমার এই এককগুলি সম্পর্ক যদি না বোঝা যায় তাহলে আপনি পরিমাণ সম্পর্কে ধারণা পাবেন না। একসময় ছিল আমাদের সম্পূর্ণ দেশীয় রীতিতে পরিমাপ এবং পরবর্তীতে আন্তর্জাতিক পরিমাপের সহিত এটির মেইল করা। তাই আমাদের দুই পরিমাপের বিষয়টি মাথায় রাখতে হবে। তাহলে চলুন দেখা যাক পরিমাপের বিষয়টি।
এক হেক্টর সমান এক শত এয়র l গাণিতিক বাক্যে এটি দেখানো যায় এভাবে, ১ হেক্টর = ১০০ এয়র ।