জমি মাপার নিয়ম পদ্ধতি

আমাদের সকলেরই কিছু না কিছু পরিমাণ সম্পত্তি রয়েছে। এ সকল সম্পত্তি দেখাশোনার জন্য অবশ্যই জমির পরিমাপ সংক্রান্ত বিষয়গুলি আমাদের জেনে রাখা প্রয়োজন। বর্তমান সমাজে সবচাইতে বেশি গন্ডগোল শাসন হয়ে থাকে এই জমি তোমার মাপ চোখ এবং জমিজমার অন্যান্য বিষয়গুলি নিয়ে। তাই আমাদের বর্তমান জীবনে ভালোভাবে বেঁচে থাকার জন্য এবং সবকিছু বুঝে শুনে জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে হয়। আর যেহেতু আমাদের সকলেরই কমবেশি হলেও কিছু পরিমাণ সম্পত্তি থেকেই যায়। আর এই সকল সম্পত্তিগুলো মাঝেমধ্যেই দেখা যায় যে পার্শ্ববর্তী বিভিন্ন জমির মালিকেরা পরিমাপ করতে আসে। এবং জমির পরিমাপের জন্য শুধু একটি জমি পরিমাপ করলেই হয় না।

আশেপাশের সকল দাগের জমিগুলো পরিমাপ করে তারপর নিজের জমি পরিমাপ করতে হয়। এই কারণে দেখা যায় যে নিজে পরিমাপ না করলেও অন্যান্য পার্শ্ববর্তী যে জমিগুলো রয়েছে তারা প্রায়শ্চী পরিমাপ করতে আসে। তখন নিজের জমির পরিমাপ ঠিক রাখার জন্য অবশ্যই এই জমির পরিমাণ সংক্রান্ত বিষয়গুলি আমাদের জানা উচিত বলে মনে করা হয়। কারণ আমরা দেখেছি যে জমির পরিমাপ সংক্রান্ত বিষয়গুলি নিয়ে সমাজের সবচাইতে বেশি জটিলতার সৃষ্টি হয়। সৃষ্টি হওয়ার কারণ হলো আমরা সকলেই প্রায় জমিজমার পরিমাপ সংক্রান্ত বিষয়টি ভালোভাবে বুঝে উঠতে পারিনা।

আর যদি তোমার পরিমাপ সংক্রান্ত বিষয়গুলি না বোঝার কারণেই এই ধরনের জটিলতার বা এ ধরনের সমস্যা সৃষ্টি হয়। তাই সামান্য পরিশ্রম করে অবশ্যই আমাদের জমি জমার পরিমাপ সংক্রান্ত বিষয়গুলি বুঝে নেওয়া উচিত। জমি জমার পরিমাপ সংক্রান্ত বিষয়গুলি বুঝতে হলে অবশ্যই আমাদের জমি জমা পরিমাপের যে এককগুলি রয়েছে সেই এককগুলি সংক্রান্ত বিষয়গুলি ভালোভাবে মনে রাখতে হয়। কারণ অনেকগুলি এককে জমিজমার পরিমাপ করা হয়। এই একক গুলির মধ্যে আছে শতাংশ, সহস্রাংশ, একর, কাঠা, বিঘা ইত্যাদি সব একক গুলিতে জমিজমা পরিমাপ করা হয় এবং হিসাব করা হয়।

তাই সকল একক গুলির সাথে অর্থাৎ একটি এককের সাথে আরেকটি এককের যে হিসাবের মেলবন্ধন রয়েছে সেই মেলবন্ধন বা সম্পর্কগুলি আমাদের জেনে রাখা প্রয়োজন। এবং নিজের জমি কাথায় কতখানি শতকে কতখানি বিঘায় কতখানি এই হিসাবগুলি অবশ্যই ভালোভাবেই বুঝে নিতে হবে। আর এই সকল কারণেই আমাদেরকে অবশ্যই জমিজমা পরিমাপের যে নিয়মগুলি রয়েছে সেই নিয়ম গুলির সাথে ভালোভাবেই অবগত হতে হয়। জমিজমা পরিমাপ করার ক্ষেত্রেও আমরা দেখেছি ফিট গজ মিটার সেন্টিমিটার এ সকল এককে দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ করা হয়ে থাকে। তাই আমাদেরকে অবশ্যই এই ফিট গজ হাত এসব এককগুলোর সাথেও অন্যান্য এককের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কগুলো ভালোভাবে না জানলে পরিমাপ সংক্রান্ত বিষয়গুলি সঠিকভাবে বুঝতে পারব না।

তাই জমিটি কি নিয়মে মাপা হচ্ছে সেই নিয়মগুলি আমাদের জেনে নিতে হবে। বর্তমান ডিজিটাল যুগে অবশ্যই বমির পরিমাপের ক্ষেত্রেও ডিজিটাল পরিমাপ পদ্ধতি এসেছে। এই পদ্ধতিতে ডিজিটাল ক্যামেরা ব্যবহার করেও জমির পরিমাপ করা হয়। জমির সীমানা যদি ঠিক থাকে তাহলে ডিজিটাল ক্যামেরা বসিয়ে সে জমির পরিমাপ কতখানি রয়েছে সেটি আমরা বের করে নিতে পারি। তবে আমাদেরকে অবশ্যই এই জমি পাবার পদ্ধতিগুলি বা পরিমাপ গুলির পদ্ধতি সম্পর্কে আগে অবগত হতে হবে। তাই আমাদেরকে অবশ্যই জমিয়ে মাপার যে সূত্র রয়েছে বা নিয়ম রয়েছে সেই নিয়মে এবং সূত্রে আমরা জমির পরিমাপ করতে পারি।

এখন আমরা দেখব জমি মাপার সেই নিয়মবার সূত্র কি এবং সেই সূত্র দ্বারা কিভাবে জমির পরিমাপ করা হবে। তাহলে আপনারা এখন দেখতে থাকুন জমি মাপার সূত্র গুলি কি এবং এই সূত্র দ্বারা আপনি কিভাবে আপনার জমির পরিমাপ করতে পারবেন। জমি পরিমাপের সূত্রঃ প্রথমে জমিখণ্ডের দৈর্ঘ্য ও প্রস্ত কত ফুট তা বের করুন। জমির চার দিকের মাপ সমান না হলে দৈর্ঘ্য ও প্রস্তের গড় বের করুন। এরপর দৈর্ঘের সাথে প্রস্তের গুনফলকে ৪৩৫.৬ দ্বারা ভাগ করুন। এতে যা বের হবে, সেটাই জমির পরিমাণ (শতাংশে)।